বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।এখন ঘরে বসে মানুষ বিশ্বের সব খবরাখবর রাখতে পারছে । এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকে ডিজিটাল মার্কেটিং বলে। এককথায় বলা যায়- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়।ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে ব্যবসায় সফলতা আসে ।অল্প কথায় Digital Marketing হল ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে ইন্টারনেট দুনিয়ায় পণ্য,প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনা বা বিজ্ঞাপন দেয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে বিজ্ঞাপন দেয়ার হার বর্তমানে সবচেয়ে বেশি। এর কারণ বিশ্বে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তার মধ্যে ৭৫ শতাংশ মানুষ নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাই Social Media ও Digital মাধ্যমগুলো কে কাজে লাগিয়ে ব্যবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে। এবং বিশ্বের উন্নত দেশ গুলো তাদের পন্য প্রচার করছে ইন্টানেটে। এহ্মেতে ডিজিটাল মার্কেটারদের প্রয়োজন হয় এবং তাদের পন্য যেন সঠিক ভাবে মার্কেটিং করা হয় তার জন্য ডিজিটাল মার্কেটিং এর বহু ধাপ অনুসরণ করা হয়। আপনার ব্যবহারকৃত সোসাল মিডিয়ায় যেই পন্যার প্রচারনা দেখেন ওইগুলো ডিজিটাল মার্কেটিং এর ছোট একটি অংশ। এখন ডিজিটাল মার্কেটিং সেক্টর কতো বড় হতে পারে বুঝুন। আমি যদি কিছু সেক্টর বলি তাহলে content Writing, SEO, wab analytics,E-commerce Markating CPA, Affiliate Marketing,book e- book markating. ইত্যাদি এগুলার মধ্যে ও বহু ভাগ রয়েছে এবং প্রতিটা সেক্টরে ধাপ ও রয়েছে
আইটি ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে কিংবা আইটি প্রশিক্ষণ বিষয়ক যে কোন তথ্য জানতে আপনি অংশ নিতে পারেন। আমাদের ১ মাস ব্যাপী ফ্রী সেমিনারে।
সেমিনারে অংশগ্রহণ করতে রেজিষ্টেশন করুন: https://forms.gle/N6o5d4mE6KsUYwZC8
আমাদের ঠিকানা: তোলারাম কলেজ রোড সংলগ্ন UCC (২য় ক্যাম্পাস) এর পরের ভবন (খন্দকার ভিলার ৫ম তলা), চাষাড়া, নারায়ণগঞ্জ।
যোগাযোগের নম্বর: 01848357338, 01611485121, 01998763210, 01716344435, 01867979373
#fashioninsta #fbblogger #bolgger #bloggersofig #bloggersgetsocial #bloggersofinstagram #blogstyle #fashionblogger #blogpost #instagramblogger #prettylittlething #explorepage #ootd #makeupaddict #shooting #makeuptutorial #makeup #makeupobsessed #blogger #promotor
No comments:
Post a Comment